মা ও শিশু সহায়তা কর্মসূচির অনলাইনে আবেদন চলমান আছে।
বিস্তারিত
এতদ্বারা ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের সর্ব সাধারনের অবগতির জন্য জানানো যাইতেছে যে, মা ও শিশু সহায়তা কর্মসুচির (মাতৃত্বকালীন) ভাতার অনলাইন আবেদন চলমান আছে।
আগ্রহী প্রার্থীগন নিম্ন যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারবেনঃ
১) জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।
২) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রদত্ত এ এন সি কার্ড ( এন্ট্রি নেটাল কেয়ার কার্ড থাকতে হবে।
৩) আবেদনকারীর বয়স ২০ হতে ৩৫ এবং ৪ হতে ৬ মাসের গর্ভবতী হতে হবে।
৪) নিজস্ব নামে সীম এবং যে কোন অনলাইন ব্যাংক / মোবাইল ব্যাংকিং একাউন্ট থাকতে হবে।
৫) প্রথম অথবা দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে ( যে কোন একবার) ভাতা গ্রহনের জন্য আবেদন করতে পারবেন।
৬) নিজস্ব মোবাইল নিয়ে আসতে হবে।
উপরে উল্লেখিত কাগজপত্র নিয়ে রামচন্দ্রপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারে স্ব শরীরে উপস্থিত হয়ে অনলাইনে আবেদন করার জন্য বলা হইল। প্রয়োজনে- 01733300179 (UDC Office Number)