Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাকে স্বাগতম , আপনাদের প্রয়োজনে - মোঃ আতাউর রহমান, চেয়ারম্যান, মোবাইল- ০১৭১৬৪৫৬৯১০,মোঃ রুবাইয়াৎ জামান, ইউপি সচিব, মোবাইল- ০১৭২০৫৮২৬১৩, মহাদেব চন্দ্র রায়, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর, মোবাইল- ০১৭৭৩৩০৪৮১৫, অনিমেষ চন্দ্র রায়, (উদ্যোক্তা) মোবাইল- ০১৭৩৮১৪৯৬৪৪, সুনিরাম টুডু (উদ্যোক্তা),মোবাইল- ০১৭৫৩৭৯৩০২০, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।


শিরোনাম
জরুরী বিজ্ঞপ্তী
বিস্তারিত
প্রিয় ৬নং রামচন্দ্রপুর ইউ.পি বাসী,
দেশের সবর্ত্র করোনা ভাইরাসের সংক্রমণ অব্যহত রয়েছে এবং এতে অাক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে। এখন পযর্ন্ত কোভিড-১৯ অাক্রান্ত রোগীর জন্য কাযর্কর কোনও চিকিৎসা পদ্ধতি অাবিষ্কৃত হয়নি। সকলের সম্মিলিত স্বাস্থ্যবিধি অনুসরণে সংক্রমণ প্রতিরোধ করা গেলেই এ মহামারী রোগের বিস্তার রোধ হতে পারে। বাড়ির বাইরে চলাচলের সময় স্বাস্থ্যবিধির কোনও প্রকার লংঘন মোবাইল কোর্ট অথবা অাইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নজরে এলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অর্থদণ্ড কিংবা কারাদণ্ডের সম্মুখীন হতে হবে। এ অবস্থায় জনসাধারণকে বাড়ির বাইরে অবস্থানকালে স্বাস্থ্যবিধিসমূহ কঠোরভাবে অনুসরণ করতে সতর্ক করা হচ্ছে।
 পরিস্কার মাস্ক দিয়ে নাক ও মুখ পুরোপুরি ঢেকে রাখতে হবে। কোনও অজুহাতেই নাক-মুখ না ঢেকে বাইরে অবস্থান/চলাচল করা যাবে না।
 বাড়ির বাইরে চলাচলে নিজেই সচেতনভাবে ভীড় এড়িয়ে চলতে হবে। অন্য ব্যক্তি থেকে নিজের শারিরীক দূরত্ব যেন কমপক্ষে ০৩ ফিট বজায় থাকে, তা খেয়াল রাখতে হবে।
 হাঁচি/কাশির সময় সচেতনভাবে নাক ও মুখ ঢেকে রাখতে হবে।
 করোনায় অাক্রান্ত অবস্থায় রয়েছেন এমন ব্যক্তি, অথবা জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট রয়েছে এমন ব্যক্তি, অথবা কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন কিন্তু ফল পাওয়া যায়নি এমন ব্যক্তি বাড়ির বাইরে অবস্থান/চলাচল করবেন না।
 অটোরিকশায় চালক ব্যতিত সবোর্চ্চ দুইজন যাত্রী চলাচল করতে পারবে। প্রতিবার যাত্রী নেমে গেলে চালক অটোরিকশায় জীবাণুনাশক স্প্রে করবেন।
 গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে সরকার ঘোষিত নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে।
 মাস্ক ছাড়া অাগত ক্রেতার নিকট পন্য বিক্রয় করা যাবে না।
 বিকাল ৪ টার পর সরকার ঘোষিত নির্দিষ্ট পণ্যের দোকান ছাড়া অন্যান্য দোকানপাট খোলা রাখা যাবে না।
 রাত ০৮ টা থেকে পরদিন সকাল ০৬টা পযর্ন্ত অতীব জরুরি প্রয়োজন ছাড়া কোনও অবস্থাতেই বাড়ির বাইরে অবস্থান/চলাচল করা যাবে না।
মোবাইল কোর্ট কিংবা অাইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার দৃষ্টিগোচরে কোনও ব্যক্তি এসকল অাদেশ অমান্য করলে সংশ্লিষ্ট অাইনানুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে মর্মে পুনরায় সতর্ক করা হচ্ছে।
আদেশক্রমে
উপজেলা নিবার্হী অফিসার
কাহারোল, দিনাজপুর।
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
14/06/2020
আর্কাইভ তারিখ
31/07/2020